February 14, 2025, 3:47 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
অনৈতিক কাজে লিপ্ত থাকায় বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অনৈতিক কাজে লিপ্ত থাকায় বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অফিস চলাকালীন সময় অনৈতিক কাজে লিপ্ত থাকায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর ভূমি সহকারি কর্মকর্তা নন্দলাল সরকার সাময়িক বরখাস্ত হয়েছেন। মঙ্গলবার জেলা প্রশাসক হুমায়ূন কবির লিখিত আদেশ প্রদান করেছেন। আদেশ সুত্রে জানাযায়, নন্দলাল সরকার বসন্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অফিস চলাকালীন সময়ে অফিস কক্ষে জনৈক এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় একটি ভিডিও চিত্র সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।যেটা সরকারি চাকরি আইন ও বিধির পরিপন্থী। যেহেতু সরকারি কর্মচারী হয়ে এহেন কার্যক্রম অসদাচরণ ও অর্পিত দায়িত্ব চরম অবহেলার সমান।

সেহেতু নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন বলে আদেশে উল্লেখ্য রয়েছে। উল্লেখ্য, দৈনিক সাতঘরিয়া পত্রিকায় নন্দলাল সরকারের অনিয়ম, দুর্নীতি নিয়ে ধারাবাহিক আকারে প্রতিবেদন প্রকাশিত হয়। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে অফিসের পরিচ্ছন্ন কর্মীর সাথে অনৈতিক সম্পর্ক জড়িয়ে পরেন। সর্বশেষ বসন্তপূর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বরত অবস্থায় জনৈক এক মহিলার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। অফিস কক্ষের ভেতরে অনৈতিক কার্যকলাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জেলা প্রশাসক হুমায়ূন কবীর বিষয়টি জানতে পেরে নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com