February 11, 2025, 12:22 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
অবৈধ ডাম্পার ও ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

অবৈধ ডাম্পার ও ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

শ্যামনগরের অবৈধ ডাম্পার ও ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৫ মার্চ (বুধবার) সকাল ১১টায় সাংবাদিক ঐক্যের আহবানে শ্যামনগর মাইক্রোস্ট্যান্ডে ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবার কবীর। মানববন্ধন শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুন ব্যানার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সুমন, সাবেক সাধারণ সম্পাদক এসকে সিরাজ, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ। বক্তারা বলেন, অনতিবিলম্বে ফিটনেস বিহিন ডাম্পার গাড়ী চলাচল বন্দসহ লাইসেন্স বিহিন ও জনবসতি এবং শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পরিবেশ বিনষ্টকারি ইটভাটা বন্ধ করতে হবে। মানববন্ধন শেষে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com