February 11, 2025, 5:44 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
অশুভ শক্তি বিনাশে ভক্তদের আরাধনায় শেষ হলো শারদোৎসব জেলায় ২৬৪টি মন্ডপে প্রতীমা বিসর্জন, ৩১৪টিতে আজ

অশুভ শক্তি বিনাশে ভক্তদের আরাধনায় শেষ হলো শারদোৎসব জেলায় ২৬৪টি মন্ডপে প্রতীমা বিসর্জন, ৩১৪টিতে আজ

ডেস্ক : টানা ৫দিন ধরে জেলা ৫৭৮টি মন্ডপে ঢাক-ঢোল-বাঁশি বাজিয়ে আনন্দ উল্লাস আর জগতবাসির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় পূজা অর্চণার মাধ্যমে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। দুর্গোৎসব উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্ঘুম পাহারা ও তদারকি ছিলো লক্ষ্যনীয়। ৫দিনব্যাপী এ উৎসবে মন্ডপে মন্ডপে ছিলো অশুভ শক্তি বিনাশে ভক্তদের আরাধনা। নারী-পুরুষ সবাই মেতে ছিলেন আনন্দ-উল্লাসে। শান্তি ও সম্প্রীতির সুর ছড়িয়েছে মন্ডপ থেকে মন্ডপে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা মিলেছেন উৎসবের আনন্দে। উৎসব পালনে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ পালন করেছে দুর্গোৎসব। একে অপরের প্রতি জানিয়েছে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা।কামনা করেছে একে অন্যের সুখ-শান্তি ও সমৃদ্ধি। ৪ অক্টোবর জেলায় ৫৭৮টি পূজা মন্ডপে সম্প্রীতির এক অনন্য বন্ধনে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসব। ৮ অক্টোবর বিশ্বশান্তি কামনায় বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হয় এ উৎসব।জেলা পুলিশের বিশেষ শাখাসূত্র জানায়, জেলায় মঙ্গলবার ২৬৪টি মন্ডপে প্রতীমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। বাকী আছে ৩১৪টি মন্ডপে প্রতীমা বিসর্জন। আজ বুধবার এসব মন্ডপে প্রতীমা বিসর্জন অনুষ্ঠিত হবে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com