Hasan Imam: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষ হতে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে সংবর্ধনা দেওয়া হবে আজ। সারা দেশের কারাবন্দীদের সকালের নাশতায় রুটি-গুড় বা চিড়া-গুড়ের পরিবর্তে খিঁচুড়ী ভাতের উদ্যোক্তা হিসেবে জেলা ও দায়রা জজকে এই সংবর্ধনা দেওয়া হবে। জেলা আইনজীবী সমিতির পক্ষ হতে আজ বেলা ২ টায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আইনজীবীদের উদ্দেশ্যে দেয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।জানা যায়, শেখ মফিজুর রহমান মাগুরা জেলার জেলা ও দায়রা জজ হিসাবে কর্মরত থাকাকালিন সময়ে ২০১৭ সালের মে মাসের ১৭ তারিখে মাগুরার জেলখানা পরিদর্শনে যান। ওই সময় তিনি কারাবন্দীদের নিকট থেকে সকালের দেওয়া খাবার ২টি পোড়া রুটি ও এক চিমটি গুড় বা একমুঠ চিড়া এবং সামান্য গুড় দেয়ার বিষয়টি অবহীত হন। তিনি উদ্যোগ নেন অমানবিক এই খাবারের মেনু পরিবর্তন করার। চালু করেন খিচুড়ি ভাত। কিন্তু অদৃশ্য কারনে একপর্যায়ে তা বন্ধ হয়ে যায়। তার পরও থেমে থাকেননি তিনি। হাইকোর্টের মাধ্যমে স্বরাষ্ট্র সচিব বরাবর প্রস্তাব প্রেরণ করেন তিনি। মন্ত্রনালয় সেই প্রস্তাব যৌক্তিক বিবেচনায় এবং তা বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রনালয়ে প্রেরণ করেন। উক্ত মন্ত্রনালয় গত ১৯ মে ২০১৯ তারিখে চুড়ান্ত অনুমোদন করলে রাষ্টীয় ভাবে গত ১৬ জুন দেশের কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে সকালের নাশতায় উদ্বোধন করা হয় খিচুড়ি ভাত। আর এ কারনেই জেলা আইনজীবী সমিতির পক্ষ হতে তাঁকে দেয়া হচ্ছে সংবর্ধনা।