September 10, 2024, 11:53 am
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার থেকে ভয়ঙ্কর মাদক আইস ও ইয়াবাসহ সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীব (৩২) ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু সাঈদ (৩০) ও নুরুজ্জামান বাবু (৩০) কে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ। তাদের কাছ থেকে ৩ গ্রাম আইস ও ৮৬ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, সোমবার রাত দেড়টার দিকে মেরাদিয়া বাজারের টহল পুলিশ সজীব ও আবু সাঈদের দেহ তল্লাশি করে শরিফুজ্জামান সজীব এর কাছ থেকে ৩ গ্রাম আইস ও ২১ পিছ ইয়াবা এবং আবু সাঈদের কাছ থেকে ১৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এসময় তাদের স্বীকারক্তি মোতাবেক মেরাদিয়া বাজারের লালমিয়ার গলিতে অভিযান চালিয়ে তাদের বন্ধু নুরুজ্জামানকে আটক করে তার কাছ থেকে ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠান হয়েছে। এব্যাপারে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, আসামীরা কোন রাজনৈতিক দলের সেটা বিবেচ্য বিষয় নয়, আমরা তাদের মাদকসহ হাতে নাতে আটক করেছি।
Comments are closed.