February 11, 2025, 1:08 pm
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কর্মি সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.শফিকুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আয়শা সিদ্দিকা ও শেখ এহছান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক্ব মো নজরুল ইসলাম, জেলা আ.লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শাহানা মহিদ। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, সদর উপজেলা আ.লীগের সভাপতি শেখ আব্দুর রশিদসহ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা, ইউনিয়নসহ সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Comments are closed.