March 27, 2025, 5:02 pm
: আজ সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা যায়, কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক-এমপি। কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুর আহমেদ। সভাপতিত্ব করবেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আমিরুল আলম মিলন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক এমপি একে ফজলুল হক। অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন তদারকি কমিটির প্রধান সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জি এম শফিউল আযম লেনিন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অসীম কুমার মৃধা সহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করবেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। আরও জানা যায় উপজেলার ১২টি ইউনিয়নের ৩১ জন করে মোট ৩৭২ জন কাউন্সিলরের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের ৭১ জন নির্বাহী সদস্য ছাড়াও কো অপ্ট হওয়া ১৫ জনের সমন্বয়ে মোট ৪৫৮ জন কাউন্সিলরের সম্মতিতে নতুনভাবে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারিত হবে। জানা যায় ২০১৪ সালের ২০ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনকে ঘিরে উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
Comments are closed.