December 11, 2023, 11:10 pm

শিরোনাম:
তালার জেয়ালায় এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ এর নির্বাচনী পথ সভা কালিগঞ্জে জনপ্রতিনিধির বাড়িসহ ৩ বাড়িতে চুরি ধরা ছোঁয়ার বাইরে চোরচক্রের সদস্যরা পাইকগাছায় পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে দুই ব্যবসায়ীকে জরিমানা ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ যুবক আটক কালিগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ইউএনও রহিমা সুলতানা বুশরা বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা আমি সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই: এস এম কামাল খুলনায় অভিযান, জরিমানাতেও কমছে না পেঁয়াজের দাম ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের অফিস উদ্বোধন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা
আমি ডিবি পুলিশ, আমাকে চেক করবা?

আমি ডিবি পুলিশ, আমাকে চেক করবা?

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় র‌্যাব-১ এর সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের একটি দল ওই ব্যক্তিকে আটক করে।র‌্যাব-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) সহকারী পুলিশ সুপার সুজয় সরকার বলেন, গাজীপুরের বাসিন্দা কাজী রাসেল (২২) বন্ধু আরমানকে (২১) নিয়ে বনানীর কাকলী এলাকার ‘দি এজমাক’ নামক এজেন্সি অফিসের উদ্দেশে রওনা দেন। বিশ্বরোড রেলক্রসিং মোড়ের যাত্রী ছাউনির মোড়ে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তারা।কিছু সময় পর একজন অপরিচিত ব্যক্তি এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করে এবং গন্তব্য জানতে চায়। পরিচয় দিয়ে রাসেল পাল্টা পরিচয় জানতে চাইলে ক্ষুব্ধ হয়ে রাসেল ও আরমানকে যাত্রী ছাউনির বামদিকে জোরপূর্বক নিয়ে যায়।\ওই ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের একজন কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। তখন ভুক্তভোগী বলেন, ‘আপনি কেন আমাকে এখানে নিয়ে আসলেন? জবাবে হুমায়ুন নামে ওই ভুয়া ডিবি সদস্য বলেন, ‘আমি ডিবির অফিসার, আপনাকে চেক করব’।এর প্রেক্ষিতে রাসেল বলেন, ‘আপনি যদি ডিবির অফিসার হন তবে আপনার পরিচয়পত্র দেখান!’ তখন সে আরও ক্ষেপে যায়!রাসেল বলেন, ‘আপনি যদি ডিবির অফিসার হবেন তাহলে এখানে কেন নিয়ে এসে চেক করছেন, সবার সামনে ওখানেই তো চেক করতে পারতেন!’রাগান্বিত হয়ে হুমায়ুন নামে ওই ভুয়া ডিবি সদস্য বলেন, শুধু এখানে কেন, টয়লেটে নিয়েও আমরা চেক করতে পারি। এরমধ্যে জোরপূর্বক ভু্ক্তভোগীর কাছে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে নেন।অস্বাভাবিক আচরণে সন্দেহ হলে বন্ধু আরমান উপস্থিত জনসাধারণকে ডেকে ডিবি অফিসার পরিচয় দেয়া ব্যক্তিকে আটক করেন। ছিনিয়ে নেয়া নগদ ১৩ হাজার টাকা এবং ভুক্তভোগী রাসেলকে উদ্ধার করেন।ঘটনার তাৎক্ষণিক খবরে র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী ওই প্রতারককে হাতেনাতে আটক করে।র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক হুমায়ুন জানান, খুলনা পলিটেকনিক্যাল কলেজ হতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে চাকরিরত ছিলেন। শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন জালিয়াতির অপরাধে কয়েক মাস পূর্বে বরখাস্ত হন তিনি।গাজীপুর জেলা ও রাজধানীর বিভিন্ন এলাকায় নিজেকে র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে সাধারণ জনগণের কাছে চাঁদাবাজি করে আসছিলেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited