September 10, 2024, 10:19 am
আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম (পিপিএম) এর নির্দেশে এস আই গাজী নুরনবী, এস আই নূর হোসেন খানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় খাজরা ইউনিয়নের রাউতাড়া গ্রামের গগনবিহারী মন্ডলের ছেলে অলক কুমার মন্ডল (৫০) চজ ৯৯/৯৩ মামলার আসামীকে বুধবার দিবাগত রাত ১টার টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি হইতে আটক করেন। আটককৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে বিচারঅর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Comments are closed.