February 14, 2025, 5:24 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
আশাশুনিতে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিসহ দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

আশাশুনিতে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিসহ দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

আশাশুনিতে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং পূর্বঘোািষত ১০দফা বাস্তবায়নের দাবিতে উপজেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার বিকালে আশাশুনি সদরের হাড়ীভাঙ্গা মৎস্য সেডে উপজেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সভাপতি মু. হাবিবুর রহমান হবি। উপজেলা বিএনপির আহবায়ক ও আশাশুনি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সম্পাদক স. ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আব্দুর রশিদ, যুগ্ম-আহবায়ক ও কাদাকাটি ইউনিয়ন সভাপতি তুহিন উল্লাহ তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন (শ্রীউলা), ইসলাম গোলদার (দরগাহপুর), আশরাফুল ইসলাম মুকুল (শোভনালী), ইউনুছ আলী (খাজরা) ও শাহ আলম (প্রতাগনগর)সহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম-আহবায়ক আজহার উদ্দীন মন্টু (বড়দল), বুধহাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথি হাবিবুর রহমান হবি বলেন, ‘বুঝলে সোজা, না বুঝলে বোঝা’ এ প্রবাদটি ৭০ বছরের অধিককালের দল আ’লীগের কেন বোধোদয় হয়না তা বুঝিনা। দেশ প্রেম, মানুষ, মাটি ও স্বাধীনতা, পতাকা, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি সম্মান থাকা দরকার। কিন্তু, শেখ হাসিনা যে ওয়াদা নিয়ে ক্ষমতায় বসেছিল তা ভুলে গেছেন। আওয়ামী দু:শাসনের কথা বলে শেষ করা যাবেনা। মানুষের মধ্যে আজ নাভিশ্বাস উঠেছে। দুঃশাসন থেকে জাতি ও দেশকে রক্ষা করতে গণআন্দোলন গড়ে তুলতে আমরা আন্দোলন করে যাচ্ছি। বিগদ ১৫ বছর আমরাসহ বিরোধীদল আবেদন নিবেদন করে এসেছি, কিন্তু গ্রাহ্য হয়নি। আজ শফত নেওয়ার সময় এসেছে, দু:শাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা আ’লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাবোই-ইনশাল্লাহ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com