December 11, 2023, 10:20 pm
আহসান উল্লাহ বাবলু: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের আয়োজনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ বাচ্চু’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এমএম সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবলু, সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দীন, দপ্তর সম্পাদক গাউসুল আজম সদস্য এমএম মুকুল ও রণদা প্রসাদ মন্ডল।আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশে সবসময় সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়ে থাকেন, যা কোনো সভ্য দেশের মানুষ আশা করে না। বিগত দিনে দেশে যেসব সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কোনো সঠিক বিচার না হওয়ায় সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও আক্রমণের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা সহ যেকোন ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, ১৯৯২ সালের এ দিনে বিনা উসকানিতে পুলিশ তাণ্ডব চালিয়ে জাতীয় প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর নির্যাতন চালায়ে অর্ধশতাধিক সাংবাদিককে আহত করে।
Comments are closed.