September 7, 2024, 10:31 am
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে আ.লীগের কর্মী-সমর্থকদের মাঝে খাদ্য বিতরণ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা জেলা আ.লীগের (অস্থায়ী) কার্যলয়ে জেলা আ.লীগের সহ সভাপতি এবং এফবিসিসিআই’র পরিচালক ড. কাজী এরতেজা হাসান সিআইপি’র সৌজন্যে কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা আ.লীগের সহ সভাপতি সাহানা মহিদ বুলু’র সভাপতিত্বে ও দলের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা কাজী আক্তার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের দপ্তর সম্পাদক হারুন-আর-রশিদ, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এড. আজহার হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, সদস্য আসাদুজ্জামান আসলে, এড. জিয়াউর রহমান জিয়া, শেখ মনিরুল ইসলাম মাসুম।
ড. কাজী এরতেজা হাসান সাংবাদিকদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, ধর্মীয় অনুষ্ঠানসহ জাতির যেকোন ক্রান্তি লগ্নে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের পাশে দাড়িয়েছি। দলীয় ব্যানার ছাড়াও আমার বাবা মায়ের নামে করা আজিজা মান্নান ফাউন্ডেশনসহ ভোরের পাতা গ্রুপে’র ব্যানারে দীর্ঘদিন ধরে আমি আমার সাধ্যনুযায়ী কাজ করে যাচ্ছি। এছাড়া মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করার অনুরোধ জানান।
Comments are closed.