March 16, 2025, 12:55 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
ইসলামকাটি অসহায় জেলের মাছধরা জাল পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ইসলামকাটি অসহায় জেলের মাছধরা জাল পুড়িয়ে দেওয়ার অভিযোগ

 তালা ইসলামকাটি ইউনিয়নে বাউখেলা গ্রামের স্বপন অধিকারীর পুত্র সমিরন অধিকারীর বিরুদ্ধে বিমল অধিকারীর পুত্র অসহায় জেলে সঞ্চয় অধিকারীর (৪০) এর মাছধরা জাল এসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।সঞ্চয় অধিকারী বলেন, আমি গরীব অসহায় একজন মানুষ। পরের জাল নিয়ে নদীতে মাছ ধরি। গত বৃহস্পতিবার সকালে কপোতাক্ষ নদীতে মাছ ধরার পরে জাল ও নৌকা নদীর ঘাটে রেখে বাড়িতে আসি। রাত ১১টার দিকে আবার নদীতে মাছ ধরতে যাই। নদীতে জাল ফেলতে গিয়ে দেখি আমার বেন্টিজাল এসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমার ৫০ হাজার টাকার অধিক ক্ষতি হয়েছে। বাউখোলা গ্রামের স্বপন অধিকারীর পুত্র সমিরন অধিকারী আমার জাল পুড়িয়ে দিয়েছে। এলাকার ইউপি মেম্বর, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় ব্যক্তিবর্গ মনে করেন সমিরন অধিকারীই জালে এসিড দিয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে সমিরন অধিকারী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা সত্য নয়।এবিষয়ে ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন বলেন, সঞ্চয় অধিকারী আমার কাছে একটি অভিযোগ দিয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com