December 11, 2023, 1:04 pm

শিরোনাম:
কালিগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ইউএনও রহিমা সুলতানা বুশরা বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা আমি সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই: এস এম কামাল খুলনায় অভিযান, জরিমানাতেও কমছে না পেঁয়াজের দাম ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের অফিস উদ্বোধন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা কুল্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অবাধে বিক্রি হচ্ছে নদী খননের মাটি, প্রশাসন নীরব পীর জয়নুদ্দীন শাহ্র মাজার জিয়ারত এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ কালিগঞ্জে সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভা
ঈদে ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি রপ্তানি বন্ধ

ঈদে ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি রপ্তানি বন্ধ

মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে টানা ৫ দিন আমদানি রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে টানা ৫ দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। তাই যথাযথভাবে দিনটি উদযাপনের লক্ষ্যে আগামীকাল ২০ জুলাই মঙ্গলবার থেকে ২৪ জুলাই শনিবার পযন্ত বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা করা হয়েছে। তবে ঈদের নির্ধারিত সরকারি ছুটি ব্যাতীত বাকিদনি বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিম আরো বলেন, ইতিমধ্যেই বিষয়টি পত্র দ্বারা ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লোয়িস কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ সংশ্লিষ্ট দুই দেশের সকল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ছুটি শেষে ২৫ জুলাই রবিবার থেকে বন্দর দিয়ে দু’দেশের মাঝে পুনরায় আমদানি রপ্তানি ফের শুরু হবে বলেও জানান তিনি। তবে এ সময় বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যগুলো খালাস করে নিতে পারবেন সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি রপ্তানিকারীরা।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited