March 27, 2025, 4:59 pm
বিশেষ প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা আ”লীগের আগামী ২ রা ডিসেম্বর ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে গাবুরা ইউনিয়নে আ”লীগের আয়োজনে গতকাল শুক্রবার বিকাল ৪ টায় গাবুরা গাইন বাড়ি বাজার ইউনিয়ন আ”লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে ইউনিয়ন আ”লীগের কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকলে একমত পোষণ করে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার কে পুনরায় সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচন করা হবে। উক্ত আলোচনা সভায় ইউনিয়ন আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শেখ আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ”লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। সাধারন সম্পাদক শেখ মহাসিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল ও গাজী গোলাম মোস্তফা বাংলা, উপজেলা তাঁতীলীগের সাধারণত সম্পাদক মেহেদি হাসান মারুফ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলরবৃন্দ।
Comments are closed.