February 14, 2025, 4:21 am
সাতক্ষীরায় একদিনের সফরে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছান তিনি। বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান কর্মকর্তারা। পরে সেখানে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করেন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান বিচারপ্রতি। উল্লেখ্য, প্রধান বিচারপ্রতি ছাত্র জীবনে অনেকটা সময় কাটিয়েছেন সাতক্ষীরাতে ১৯৭৬ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। প্রধান বিচারপতির কলেজে আগমণে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন ও নিজেদের গর্বিত হিসেবে তুলে ধরেন। প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার পরে এটাই তার প্রথম সাতক্ষীরা সফর। সাতক্ষীরা আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধন, বিচারক-আইনজীবীদের সঙ্গে মতবিনিময় এবং প্রধান বিচারপতিকে সাতক্ষীরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় এবং সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার (কাঠের তৈরী) উপহার হিসেবে আইনজীবীরা প্রধান বিচারপতিকে উপহার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ সাতক্ষীরা জজ কোটের বিচারকবৃন্দ। পরবর্তীতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করেন।
Comments are closed.