February 11, 2025, 12:33 pm
বরাবরই বলিউডে কাজ নির্বাচনের ক্ষেত্রে বড্ড সিলেক্টিভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল, বলিউডে বড় স্কেলের একটি কাজ করবেন বুম্বা দা। অবশেষে খোলাসা হল গোটা বিষয়টি। পরিচালক বিক্রমাদিত্য মোতায়েনের নতুন সিরিজ ‘জুবিলি’ তে অভিনয় করছেন বুম্বা দা। সিরিজে দেখা যাবে অপারশক্তি খুরানা, অদিতি রাও হায়দারি, ওয়ামিকা গাব্বি, রাম কাপুর সহ আরও অনেককে। স্বাধীনতার পরবর্তী সময় একরাশ স্বপ্ন নিয়ে তৈরি বলিউডের গল্পই তুলে ধরবে ‘জুবিলি’। যদিও পুরোটাই কাল্পনিক ছোঁয়ায়। গল্প লিখেছেন বিক্রমাদিত্য মোতায়েন এবং সৌমিক সেন। সিরিজে বুম্বা দার ফার্স্ট লুক বেশ নজর কেড়েছিল। হাতে চুরুট, আলো-আঁধারি, সেই সময়ের পুরনো লুক। আর শুক্রবার সামনে এল সিরিজের টিজার। যা দেখে অপেক্ষার প্রহর গুনছেন বুম্বা দার ভক্তরা। অন্যদিকে জীবনের প্রথম ওটিটি কাজ নিয়ে উচ্ছ্বসিত অভিনেতা নিজেও। সবটা দিয়ে নিজেকে আরো একবার ওয়েব দুনিয়ায় প্রমাণ করতে চলেছেন তিনি। হাতে রয়েছে বলিউডের আরও বেশকিছু কাজ। মানে কোমড় বেঁধেই নেমে পড়েছেন বুম্বা দা। ক’দিন আগেই মুক্তি পেয়েছে জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অতনু ঘোষের ছবি ‘শেষ পাতা’র ট্রেলার। যেই ছবিতে সাহিত্যিক বাল্মিকী সেনগুপ্তর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেচুরে দর্শকদের সামনে আসছেন। কঠোর ডায়েটে যেমন নিজেকে রেখেছেন, তেমনি এই ছবির জন্য গানও গেয়েছেন তিনি। ছবির ট্রেলার পছন্দ করেছে দর্শক। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ে রয়েছেন গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায় এবং রায়তি ভট্টাচার্য। এই পহেলা বৈশাখে মুক্তি পাবে ‘শেষ পাতা’।
Comments are closed.