February 14, 2025, 5:37 am
কয়রা উপজেলার ঐতিহ্যবাহী ঘুগরাকাটী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০ টায় মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. সুজাউদ্দীনের সভাপতিতে সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. মোমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাও. গোলাম সরোয়ার। প্রতিষ্ঠানের সহ সভাপতি মাও. ওসমান গনি, ইউপি সদস্য মো. আতিয়ার রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মো. নুরল হক, মো. আব্দুস সালাম, মো. আবু জাফর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অএ প্রতিষ্ঠানের ইংরেজী প্রভাষক মো. শরিফুল আলম। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed.