February 14, 2025, 4:32 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কলারোয়ায় চার দিনব্যাপী পঞ্চম দোল উৎসবের সমাপনী

কলারোয়ায় চার দিনব্যাপী পঞ্চম দোল উৎসবের সমাপনী

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান লক্ষদিক ভক্তের সমাগমে শেষ হলো পঞ্চম দোল উৎসব। কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব দিলীপ কুমার ঘোষ, ৩৩ বর্ডার-গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়ানের সাতক্ষীরা অপারেশন অফিসার মাসুদ রানা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার, ডা. সুব্রত ঘোষ, এসএম আলতাফ হোসেন লাল্টু, বিশ্বাজিৎ সাধু, সুভাষ চন্দ্র ঘোষ, বিশ্বনাথ ঘোষ, স্বপন কুমার শীল, সিদ্ধেশ্বর চক্রবর্তী, তপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন রাজনীতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। প্রতিবছর দেশ-বিদেশের লক্ষদিক ভক্ত সমাগম হয়। এবছর ভক্ত সমাগম আরো বেশী হয়েছে বলে আশাকরছে আশ্রম পরিচালনা পরিষদ। সাধারণ সম্পাদক সন্দীপ রায় বলেন, আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে ৪ বিঘা জমির উপরে প্যান্ডেল তৈরি করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত খাওয়া, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা ছিলো। আশ্রমে সভাপতি কার্ত্তিক চন্দ্র মিত্র ভক্তগণের উদ্দেশ্যে বলেন তাদের সুনজর ও অনুদানের জন্য আশ্রম আজ এই পর্যায়ে এসেছে, এই আশ্রমকে আন্তর্জাতিক মানের করার জন্য সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com