February 11, 2025, 12:04 pm
সারাদেশের ন্যায় কলারোয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবর রহমান সান্টু, আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, প্রধান অফিস সহকারী আবুল কালাম, নিরাপদ খাদ্য পরিদর্শক শফিকুর রহমান, নার্সিং সুপারভাইজার বিলকিস খাতুন, ইপিআই টেকনেশিয়ান নাজমুল হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এ সময় উপস্থিত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
Comments are closed.