February 14, 2025, 4:30 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কলারোয়ায় নিরাপদ পানি শীর্ষক প্রশিক্ষণ

কলারোয়ায় নিরাপদ পানি শীর্ষক প্রশিক্ষণ

কলারোয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের পরিচালনায় নিরাপদ নলকূপ খনন কাজ সম্পাদনের লক্ষ্যে ড্রিলার নিবন্ধন এবং সনদ প্রদান প্রক্রিয়ার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীলদেরকে নিয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় নিরাপদ পানির জন্য টিউবওয়েলের বোরিং, মাটি এবং বালির ধরন, বোর লগ, টিউবওয়েল ডিজাইন এবং লোয়ারিংসহ আর্সেনিক ও আয়রনের শরীরের সহনীয় মাত্রা নিয়ে বিশদ আলোচনা করেন। প্রশিক্ষণের সামগ্রীক বিষয় উপস্থাপন করেন ইপিএসসি-ডিডিএম এর প্রজেক্ট ম্যানেজার ইমতিয়াজ চৌধুরী ও ইফতেখার আলম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ নাজনীন, ইউপি চেয়ারম্যান এম,এ কালাম, সোহেল হোসেন। এ সময় প্রশিক্ষণার্থীদের সকল প্রশ্নের উত্তর দেন ইউনিসেফ খুলনা বিভাগের প্রতিনিধি নাহিদ মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও ব্যবস্থাপনা করেন প্রজেক্টের এরিয়া ম্যানেজার আহসান কবির ও কলারোয়া উপজেলার ফ্যাসিলেটর রাজীব রায়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com