February 11, 2025, 11:26 am
সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সাতক্ষীরা সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, এএসআই আনোয়ার, কনস্টেবল রাজিবসহ মিজানুর নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে ডাকাত চক্রের ৬ সদস্যকে দুইটি প্রাইভেটকার, দুই রাউন্ড গুলিসহ পিস্তল আটক করেছে কলারোয়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, গুলিবিদ্ধ ডাকাত সদস্য যশোর কতোয়ালি থানার মোল্লা পাড়া এলাকার ভলা মিয়ার ছেলে মিজানুর রহমান(৪৭)।
সে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডের ৯ নম্বর বেডে পুলিশের কড়া নজরদারিতে চিকিৎসাধীন আছেন। এই চক্রের আটক হওয়া আরও ৫ সদস্য হলেন, ঝিকরগাছা থানার হাজেরআলী এলাকার আব্দুর রশিদের ছেলে হুমায়ুন কবির(৩০), সাতক্ষীরা সদরের মধ্য কাটিয়া গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে সাইদুজ্জামান (২৮), যশোর কোতোয়ালি থানার মোল্লা পাড়ার ফজর আলী উকিলের ছেলে সাইদুল ইসলাম (৬০), শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আবুল কালাম ও একই গ্রামের নূর মোহাম্মাদের ছেলে আব্দুল্লাহ (৩০)।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, সোমবার (৬ মার্চ) রাত ২ টার দিকে উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়নের কোটার মোড় নামক স্থানে প্রাইভেটকার নিয়ে ভোর রাতে ডাকাত চক্রের সদস্যরা যশোর সাতক্ষীরা মহাসড়কে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে আমি ও থানার ওসি নাসির উদ্দীন মৃধার নেতৃত্বে একটি টিম নিয়ে অভিযানে ঘটনাস্থল যাওয়া মাত্রই ডাকাত সদস্যরা উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার থেকে গুলি করতে থাকে। এ সময় তাদের গ্রেফতার করতে পুলিশও পাল্টা গুলি করে। ঘটনাস্থলে মিজান নামের এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয় এবং আমি, অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেয়। পুলিশের এএসআই আনোয়ার হোসেন ও কনস্টেবল রাজিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আটককৃতদের নামে কলারোয়া থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
Comments are closed.