February 11, 2025, 11:33 am
কলারোয়ার জনগুরুত্বপূর্ণ বেত্রবতী নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ বন্ধ হয়ে যাওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ মাননবন্ধনের আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কলারোয়া উপজেলা ও পৌর শাখা। উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি চলাকালীন বক্তারা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বেত্রবতী ব্রিজের বন্ধ থাকা নির্মাণ কাজ ফের চালু করার দাবি জানান। ঝুঁকিপূর্ণ এ ব্রিজ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জরাজীর্ণ এ ব্রিজে নিত্য মানুষ ও যান চলাচল অব্যাহত থাকায় বড় ধরনের যে কোনো দুর্ঘটনার আশঙ্কা ব্যক্ত করে দ্রুত নির্মাণ কার্যক্রম শুরু করার দাবি জানান বক্তারা।
এছাড়া বন্ধ হয়ে যাওয়া বেত্রবর্তী নদী খননের কাজ ও কপোতাক্ষ নদী খননেরও দাবি জানানো হয়। সংহতি জানিয়ে বক্তব্য দেন যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কলারোয়া উপজেলা ওয়ার্কার্স পাটির সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, পৌর ওয়ার্কার্স পাটির সভাপতি সন্তোষ কুমার পাল, উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক এসএম জাকির হোসেন, কপাই সম্পাদক এড. শেখ কামাল রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাংবাদিক রাশেদুল ইসলাম কামরুল, পূজা উদযাপন কমিটির নেতা দিলীপ অধিকারী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্কার্স পাটির নেতা মাস্টার প্রদীপ পাল। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
Comments are closed.