February 11, 2025, 11:22 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কলারোয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

কলারোয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

কলারোয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। রোববার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে পববর্তী কর্মসূচি শুরু করা হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের কারনে মনমুগ্ধকর শারিরীক কসরত এবার প্রদর্শিত হয়নি। এরপর বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের প্রতি সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীসহ সকল বীর মুক্তিযোদ্ধা, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধাসহ উপজেলায় কর্মরত সকল অফিসার বৃন্দ, শিক্ষার্থীরা ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বর্গ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com