September 10, 2024, 11:14 am
কলারোয়ায় মোস্তাফিজুর রহমান (২৮) নামে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। সে ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার মুকন্দপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক যুবক অবৈধ পিস্তল নিয়ে যাচ্ছে।
আমি ও সঙ্গীয় ফোর্স উপজেলার কুশোডাঙ্গা এলাকার বিভিন্ন মানুষকে তল্লাশী করতে থাকি। এক পর্যায়ে ঐ যুবককে সনাক্ত করে তার দেহ তল্লাশি করে পিস্তল উদ্ধার করি। তিনি আরো বলেন, ঘের নিয়ে ঝামেলার কারণে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এই পিস্তল ক্রয় করে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Comments are closed.