September 7, 2024, 11:14 am
কলারোয়ার দেয়াড়া বাজারে অগ্নিকান্ডে ২টি ফার্ণিচারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মালিকরা হলেন দেয়াড়া গ্রামের মৃত কামালউদ্দিন খাঁন এর পুত্র রেজাউল ইসলাম ও একই গ্রামের মৃত চাঁদ আলী গাজীর পুত্র কামরুল ইসলাম। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।
অগ্নিকান্ডে দোকানে থাকা নতুন তৈরি করা ফার্ণিচার, ফার্ণিচার তৈরির বিপুল পরিমান কাঠ, আধুনিক ফার্ণিচার তৈরির যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী তোজাম্মেল হোসেন জানান, ভোর ৪ টার দিকে দোকানের পেছনের দিকে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুর্হূতের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও কলারোয়া ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
Comments are closed.