December 11, 2023, 12:13 pm

কলারোয়ায় বাঁধন রকমারী ডটকম এর উদ্বোধন

কলারোয়ায় বাঁধন রকমারী ডটকম এর উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: ঘরে বসেই আপনার পছন্দের পণ্য পেতে বাঁধন রকমারী ডটকম এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার কলারোয়া পৌর সদরের তুলশিডাঙ্গায় অবস্থিত অফিসটির উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন রকমারী ডটকমের চেয়ারম্যান সাইফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, সাতক্ষীরা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাংবাদিক আকতার হোসেন, মাওলানা আসাদুজ্জামান ফারুকী, জাহিদুল ইসলাম প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন। উল্লেখ্য, বাঁধন রকমারী ডটকমের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ঘরে বসে আপনার পছন্দের পণ্য পেতেই বাধন রকমারী ডটকম। অনলাইনের মাধ্যমে এ পণ্য সরবরাহ করা হয়।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited