January 15, 2025, 9:21 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
কলারোয়ায় বিভিন্ন দোকানে কেরামবোর্ডে জুয়ার আসর!

কলারোয়ায় বিভিন্ন দোকানে কেরামবোর্ডে জুয়ার আসর!

কলারোয়ায় প্রতিনিধি : কেরামবোর্ড খেলা অবশ্যই ইতিবাচককিন্তু সেটা যদি রীতিমত জুয়ার মধ্যে চলে যায় তবে সেটা আর ইতিবাচক থাকে নাবাজি ধরে, তুলনামূলক বেশি অংকের টাকা কিংবা বিভিন্ন পণ্যের বিনিময়ে কিংবা অনৈতিক টাকার হার-জিতের বিনিময়ে খেলা হলে সেই প্রতিযোগিতার খেলা জুয়ার আসরে রূপ নেয়কেরামবোর্ড খেলায় হেরে গেলে বিজয়ীকে ‘পূর্বঘোষিত টাকা’ দিতে হয় পরাজিতকেটাকার পাশাপাশি বিভিন্ন পণ্য কিংবা জিনিষপত্রও অনেক সময় যুক্ত হয় এক্ষেত্রেআর এমনই জুয়ার বিভিন্ন দৃশ্য চোখে পড়ে কলারোয়ার বিভিন্ন এলাকায়পৌরসদরসহ উপজেলার বিভিন্ন বাজারের চায়ের দোকান ও অন্যান্য স্থানে কেরামবোর্ড বসিয়ে খেলার ব্যবস্থা করতে দেখা গেছে অনেকে দোকানদারকেকিন্তু এসকল বেশিরভাগ দোকানেই রীতিমত বাজি ধরে হার-জিতে টাকার বিনিময়ে খেলা হওয়ায় ‘জুয়া’য় জড়িয়ে পড়ছে বিভিন্ন বয়সীরাবাদ যাচ্ছে না শিক্ষার্থীরাওসকাল থেকে গভীর রাত পর্যন্ত রমরমা এই কেরামবোর্ডের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যায়নাম প্রকাশে অনেকে জানান- কেরামবোর্ড খেলোয়াররা দোকানীকে গেমপ্রতি ১০ টাকা করে দিলেও নিজেরা ‘হার-জিতে বিভিন্ন অংকের টাকার চুক্তিতে’ খেলা করে থাকেঅনেকে সিগারেটের পাশাপাশি বিভিন্ন মাদকও সেবক করে থাকেবিনোদনের পাশাপাশি জুয়ার নেশায় অনেকে বিভোর হয়ে পড়েছেঅনেকসময় খেলোয়ারদের নিয়ে বাজি ধরে উপস্থিত দর্শকরাওবাজি’কে কেন্দ্র করে মাঝেমধ্যে ঝগড়াঝাটি, হাতাহাতির ঘটনাও ঘটেযোগ হয় অশ্লীল ভাষার কথাবার্তাওকেরামবোর্ড খেলাকে কেন্দ্র করে চা-বিস্কুট-সিগারেট বেচাকেনা বেশি হওয়ায় দোকানদাররাও সাধারণত এটিকে প্রচ্ছয় দিয়ে থাকেসচেতন মহলের দাবি, ‘কেরামবোর্ড খেলাকে বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রেখে যাতে কোনভাবেই জুয়ায় পরিণত না হয় সেদিকে নজরদারি করতে আইনশৃংখলা বাহিনী তৎপর হোক।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com