October 12, 2024, 3:45 pm
মোঃ ইমরান সরদার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:কলারোয়া পৌর আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে কলারোয়া পৌরসভা আওয়ামীলীগের আয়োজনে সোনালী ব্যাংক সংলগ্ন বিশ্বাস মার্কেটে ঐ সভাটি অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সহ সভাপতি রাম লাল দত্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি হিসাবে ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা আওয়ামিলীগের উপদেষ্টা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপি, রবিউল আলম মল্লিক, কলারোয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী নেতা সৈয়দ আলী, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন সরদার, নজরুল ইসলাম,পৌর কমিশনার আলফাজ উদ্দিন -রফিকুল ইসলাম,ইমাদুল হক, মহিলা কাউন্সিলর বীথি আক্তার,কলারোয়া বাজার কমিটির সাধারন সম্পাদক আলিমুর রহমান,সাবেক ছাত্র নেতা শিমুল, রাসেল, আজিজুল, আওয়ামী লীগ নেতা শহিদুল, জিকরিয়া,ডব্লিউ, উজ্জল,প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে লাল্টু বলেন- আগামী ৩০ নভেম্বর কলারোয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিল সেই লক্ষ্যে খুব তাড়াতাড়িই প্রত্যেকটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি সম্পন্ন করতে হবে,তাই এখনই আপনারা এর সার্বিক ব্যবস্থা করবেন। কমিটিতে কোন হাইব্রিড, অনুপ্রবেশ কারী এবং বিতর্কিত ব্যক্তিকে রাখা যাবে না। অনুষ্ঠানটি সন্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক।
Comments are closed.