October 12, 2024, 2:53 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
কালিগঞ্জের নলতায় প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ গুরুতর জখম

কালিগঞ্জের নলতায় প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ গুরুতর জখম

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় আয়েশা খাতুন (৪০) নামে এক গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত গৃহবধূ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।আহত গৃহবধূর মেয়ে হাজরা পারভীন (২২) জানান, একই গ্রামের জব্বার আলীর ছেলে পিয়ার আলী’র (৩৫) সাথে তাদের দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫ দিকে পিয়ার আলী (৩৫), তার স্ত্রী মনোয়ারা খাতুন (৩০), ছেলে ইয়াকুব আলী (২৫) তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় পিয়ার আলী গং তার মা আয়েশা খাতুনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয়রা আয়েশা খাতুনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর মাথায় ২১ টি সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি। সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com