December 10, 2023, 6:40 am
কালিগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপেিত্ব ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর পরিচালনায় সুশীলন কার্যালয়ে বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সামাজিক আন্দোলন কমিটির সভাপতি শরিফুল্যাহ কায়সার সুমন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি এড. জাফরুল্লাহ ইব্রাহিম, শেখ আনোয়ার হোসেন ও ঈলাদেবী মল্লিক, সদস্য সৈয়দ মাহামুদুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন কমিটির সেক্রেটারী এম হাফিজুর রহমান শিমুল, ভাড়াশিমলা ইউনিয়ন কমিটির সেক্রেটারী এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু প্রমুখ।
Comments are closed.