March 27, 2025, 4:39 pm
কালিগঞ্জে প্রাইভেটকারের সাথে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার কলেজছাত্র গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কে কাটাখালী নামক স্থানে। আহতরা হলো, খুলনার ডুমুরিয়া উপজেলার মাওলা গাজীর ছেলে রাজন গাজী (২২), সাইফুল সরদারের ছেলে সাকিব সরদার (২২), আবুল কালাম গাজীর ছেলে নোমান গাজী (২১) ও আফজাল গাজীর ছেলে অপু গাজী (২০)।জানা যায়, ডুমুরিয়া উপজেলা থেকে সকাল ৭টার দিকে শাহাপুর মধুগ্রাম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেলে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বের হয়। তারা কালিগঞ্জের মৌতলার ইউনিয়নের কাটাখালি নামক স্থানে পৌছাঁলে শ্যামনগর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার (নং-ঢাকা মেট্রো খ-১১-৩৯৬৮) এর সাথে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই দু’টি মোটরসাইকেলের চার আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা র্যাব-৬ এর একটি গাড়ি সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময় দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেছেন।
Comments are closed.