December 11, 2023, 11:17 pm
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) বিকেল ৪টার দিকে তারালী ইউনিয়নের বয়েরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন বয়েরা গ্রামের মৃত. আরশাদ আলী সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৭৫) ও ছেলে রোকন সরদার (৪২)। স্থানীয়রা জানান, ভেজা কাপড় রোদে দিচ্ছিলেন মরিয়ম বেগম। এ সময় বাড়ির বিদ্যুতের তার থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তিন ছেলে মাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় মায়ের সঙ্গে ছেলে রোকন সরদার নিহত হয়। বাকি দুই ছেলে সেলিম সরদার ও কালাম সরদার আহত হয়েছে।
তারালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল ইসলাম জানান, এক পরিবারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও এক ছেলে নিহত হয়েছে। বাকি দুই ছেলে আহত। ঘটনাটি খুব দুঃখজনক। ভেজা কাপড় রোদে দেওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে।
সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। ঘটনাস্থলে থানা পুলিশের সদস্যকে পাঠানো হয়েছে।
এদিকে কলারোয়ায় আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে জাহিদুল ইসলাম (২৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ভিখালী গ্রামের আবু তালেব এর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে-সোমবার (২১জুন) সকাল সাড়ে ৯টার দিকে জাহিদুল ইসলাম তাদের নিজ বাড়ীতে লাগানো আম পাড়তে গাছে ওঠে। ওই আম গাছের উপর দিয়ে বৈদ্যুতিক তারের লাইন যাওয়ায় আম পাড়তে গিয়ে তারের সাথে ডালে বাড়ি খেয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা স্থানে সে মারা যায়। পরে খবর পেয়ে সাতক্ষীরার সদর সার্কেল শামসুল হক ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর ঘটনা স্থান পরিদর্শন করেন। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Comments are closed.