February 11, 2025, 11:47 am
কালিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়কের সাদপুর ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের সামনের চাকার পাতি ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ঢুকে পড়ে ৫ জন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার সময় কালিগঞ্জ সাতক্ষীরা মহাসড়কের সাতপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। ওই সময় গুরুতর আহতদের উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র বদর উদ্দিন (৭৬), কালিকাপুর গ্রামের আলহাজ্ব আব্দুল মালেক গাজীর পুত্র নজরুল ইসলাম(৬২), খড়মি গ্রামের আজহার আলীর পুত্র শহীদ (৩৭), একই গ্রামের আফাজ উদ্দিনের পুত্র মজিবর রহমান (৪০), ভদ্রখালী গ্রামের শামসুর রহমানের পুত্র রবিউল ইসলাম (৫০)। প্রত্যক্ষদর্শী সূত্রে এবং হাসপাতালে আহতরা জানান, সকাল ৮টার দিকে কালিগঞ্জ বাস টার্মিনাল হতে যশোর জ ১১-০১৩৫ নং একটি যাত্রীবাহী বাস কালিগঞ্জ হতে সাতক্ষীরা যাওয়ার পথে সাদপুর ব্রিজ ওঠার আগে পাতি ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি দোকানের ভিতর ঢুকে যায় পড়ে যায়। ওই সময় স্থানীয়রা দ্রুত এসে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়ৈবুর রহমান সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে আরো হতাহত ঘটতে পারতো।
Comments are closed.