February 11, 2025, 12:31 pm
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) কালিগঞ্জ উপজেলার আয়োজনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও প্রকাশ চন্দ্র মন্ডল এর বদলীজনিত বিদায় সংবর্ধনা, ইফতার ও দোয়া অনুষ্ঠান রবিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। আয়োজক কমিটির আহবায়ক জিএম ইয়াছির আরাফাতের সভাপতিত্বে ও সমিতির সভাপতি এসএম গোলাম রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদা খানম মেধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চেয়ারম্যান সমিতির সভাপতি মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও কুশলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ইন্জিনিয়ার মেহেদী হাসান সুমন, কালিগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রশান্ত কুমার ব্যানার্জী প্রমুখ। এসময় সংগঠনের জেলা শাখার সদস্যসচিব বিধান চন্দ্র, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল তারিফ এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed.