September 10, 2024, 12:00 pm
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাহাতাব উদ্দীন মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল পৌনে ১০ টার দিকে তিনি মারা যান।
গত ১৬ জুলাই রাত ১১ টার দিকে কালিগঞ্জের ভাড়াশিমলা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ডা.মাহাতাব উদ্দীন। আহত অবস্থায় তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে ধলবাড়িয়া ইউনিয়নে কর্মরত ছিলেন।
Comments are closed.