December 11, 2023, 1:15 pm

শিরোনাম:
কালিগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ইউএনও রহিমা সুলতানা বুশরা বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা আমি সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই: এস এম কামাল খুলনায় অভিযান, জরিমানাতেও কমছে না পেঁয়াজের দাম ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের অফিস উদ্বোধন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা কুল্যায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অবাধে বিক্রি হচ্ছে নদী খননের মাটি, প্রশাসন নীরব পীর জয়নুদ্দীন শাহ্র মাজার জিয়ারত এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ কালিগঞ্জে সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভা
কালিগঞ্জ থেকে দুইজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

কালিগঞ্জ থেকে দুইজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

সাতক্ষীরার কালিগঞ্জ থেকে দুইজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার গভীর রাতে সাতক্ষীরা কালিগঞ্জ ও অভয়নগর থেকে তাদেরকে আটক করাহয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা কালিগঞ্জের পায়কাড়া গ্রামের মহর আলী সানার ছেলে মোঃ জহুর আলী সানাকে তারালী বাজার থেকে ও অভায়নগর ভাঙ্গাগেট এলাকার মোঃ জোহা মুনশির ছেলে জাহিদ হাসানকে অভয়নগর থেকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম জানান আটক জহুর আলী সানা বহুদিন ধরে কালীগঞ্জ এলাকার সহজ-সরল সাধারণ মানুষের কাছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা আত্মসাত করেছে। এছাড়া বহু অপরাধ মূলক কর্মকান্ডে সম্পৃক্ততা রয়েছে জহুর আলীর। এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার গভীর রাতে এস আই বিশ্বজিৎ সরকার, এএসআই জসীমউদ্দীন ও ফজলুল করিমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জহুর আলী ও জাহিদ হাসান নামের দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited