December 11, 2024, 5:44 am
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এ উইকেটকিপিং করছেন না জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ভারত সফরেও কিপিং না করার ইঙ্গিত মুশফিকের।টেস্ট হোক বা ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিং করতে পছন্দ করেন মুশফিক। তবে তার কিপিং নিয়ে আছে অনেক সমলোচনা। ম্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তিনি ক্যাচ মিস কিংবা কখনো স্ট্যাম্পিং মিস করেছেন তিনি। যা কিনা পরবর্তীতে বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল।আসন্ন ভারত সফরে টেস্টে স্ট্যাম্পের পেছনে নাও দেখা যেতে পারে মুশফিককে। জাতীয় ক্রিকেট লিগে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। এনসিএলে এবারও কিপিং করছেন না তিনি। রাজশাহী বিভাগের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে নিজ থেকে কিপিং না করার সিদ্ধান্ত নিয়েছে মুশফিক।টেস্টে কিপিং ছাড়ার কারণ হচ্ছে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া। লাল বলের ক্রিকেটে ব্যাটিং নিয়ে আরো সময় দিতে মূলত কিপিংটা ছাড়ছেন।
Comments are closed.