December 2, 2023, 5:36 am

কিশোর গ্যাং মোকা‌বিলায় সমাজকেও এ‌গি‌য়ে আস‌তে হবে

কিশোর গ্যাং মোকা‌বিলায় সমাজকেও এ‌গি‌য়ে আস‌তে হবে

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, কি‌শোর‌দের‌কে বিপথগামী হ‌তে দেয়া যা‌বে না। কি‌শোর গ্যাং না‌মে কো‌নো দৌরাত্ম্য চল‌তে পা‌রে না। আমাদেরকে এ ধর‌নের যে কো‌নো দৌরাত্ম্য মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, আমাদের একটি প্রজন্ম নষ্ট হয়ে যাবে তা আমরা চাই না। আর এ জন্য দায়িত্ব নিতে হবে পিতা-মাতা, পরিবার ও সমাজকেও। পিতা-মাতাকে তাদের সন্তানের খোঁজ খবর রাখ‌তে হবে। তাদের মধ্যে নীতি নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলতে হবে। পাশাপা‌শি, এ সংক্রা‌ন্তে সং‌শ্লিষ্ট সকল কর্তৃপক্ষকেও আ‌রো জোড়া‌লো ভূ‌মিকা পালন কর‌তে হ‌বে। আঠা‌রো বছ‌রের কম বয়সীদের বিরু‌দ্ধে ব্যবস্থা গ্রহ‌নের ক্ষে‌ত্রে আই‌নের ভিন্ন ভাষ্য র‌য়ে‌ছে। তাই, শুধুমাত্র আই‌নি পদ‌ক্ষেপ বা পু‌লি‌শি ব্যবস্থা গ্রহন ক‌রে এর সমাধান সহজ নয়। তাই, সকল‌কে এ‌গি‌য়ে আস‌তে হ‌বে। বর্তমান প্রজন্মকে ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‎র‌্যাব সেবা সপ্তাহের শেষ দিনে আজ সোমবার সকালে দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) একথা বলেন।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited