December 11, 2023, 11:11 pm

শিরোনাম:
তালার জেয়ালায় এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ এর নির্বাচনী পথ সভা কালিগঞ্জে জনপ্রতিনিধির বাড়িসহ ৩ বাড়িতে চুরি ধরা ছোঁয়ার বাইরে চোরচক্রের সদস্যরা পাইকগাছায় পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে দুই ব্যবসায়ীকে জরিমানা ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ যুবক আটক কালিগঞ্জের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিদায়ী ইউএনও রহিমা সুলতানা বুশরা বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা আমি সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই: এস এম কামাল খুলনায় অভিযান, জরিমানাতেও কমছে না পেঁয়াজের দাম ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ ও ইজিবাইক সার্ভিস লিমিটেডের অফিস উদ্বোধন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা
ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা বাস্তবায়নে পাটকেলঘাটায় জেলা প্রশাসকের মতবিনিময়

ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা বাস্তবায়নে পাটকেলঘাটায় জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ রক্ষায় সরুলিয়া ইউনিয়ন মডেল হিসেবে জেলায় কাজ করবে। ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। ইকো পার্কের উন্নয়নে আরও কাজ করা হবে। পাটকেলঘাটাকে উপজেলায় রপান্তর করার জন্য কাজ এগিয়ে চলছে। পাটকেলঘাটার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে। রাস্তার পাশে অবৈধ স্থাপনা বিলবোর্ড পোস্টার অবিলম্বে পরিষ্কার করতে হবে। অবৈধ নেটপাটা অপসারণ করতে হবে-তা না হলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বাজারে ডাস্টবিনের ব্যবস্থা করে ময়লা আবর্জনা ফেলতে হবে। পরবর্তীতে সকল ময়লা আবর্জনা ইউনিয়নের একটি নির্দিষ্ট জায়গায় রিসাইকিøন করে অন্য কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে। পাটকেলঘাটায় শিশুদের জন্য নির্মল পরিবেশে ইকোপার্ক গড়ে তোলায় ইউনিয়ন চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকাল ৫টায় পাটকেলঘাটা নীলিমা ইকোপার্কে সরুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপরোক্ত কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি প্রভাষক স ম আতিয়ার রহমান, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খন্দকার রবিউল ইসলাম। প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সাবেক প্রধান শিক্ষক নিছার আলী। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন মাহফুজুর রহমান মধু ও শিক্ষক অলিউর রহমান। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited