September 7, 2024, 10:46 am
খুলনার কয়রায় কপোতাক্ষ নদীর প্রবল জোয়ারের তোড়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে ভেসে গেছে ঘরবাড়ি রাস্তাঘাট মৎস্য ঘের। আতঙ্কিত হয়ে পড়েছে উপকূলের মানুষ। উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা গ্রামে রবিবার দিবাগত রাতে কপোতাক্ষ নদীর প্রবল জোয়ারের ভাটির টানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুশ মিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়। সকালে স্থানীয়রা সেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালায় কিন্তু দুপুরের জোয়ারের পানি দ্রুত পাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করে। স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য মাসুদ রানা জানান,ভাঙ্গন কবলিত স্থানে অনেক বড় চর ছিল রাতে জোয়ারের তোড়ে হঠাৎ রাতে চরসহ বেরিবাধে ফাটল নেয় তখন পর্যন্ত লোকালয় পানি প্রবেশ করেনি। আমরা গ্রামবাসী সকলে মিলে ঁবাধ মেরামত করার চেষ্টাকরে ব্যার্থ হওয়ায় দুপুরের জোয়ারে এলাকায় পানি প্রবেশ করে। স্থানীয় ইউপি সদস্য খোকন সরদার বলেন, রাতে চরামুখা গ্রামের খালের গোড়ায় ২শত মিটার জায়গা জুড়ে ভাঙ্গন দেখা দেওয়ায় সকাল থেকে সেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকাবাসী মিলে মেরামতের কাজ করেছি। তবে পুরোটা জায়গা মেরামত করতে না পারায় দুপুরের জোয়ারে লোকালয়ে পানি প্রবেশ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাস-নাইন মাহমুদের নেতৃত্বে পাউবোর একটি টিম ভাঙ্গন কবলিত স্থানে উপস্থিত থেকে বাঁধ মেরামতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাতের জোয়ারের আগে ভাঙা স্থান মেরামত করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, নদীতে প্রবল জোয়ারের ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এর বড় একটা অংশ নদী গর্ভে বিলীন হয়েছে। রাতের জোয়ার আটকানো সম্ভব হবে কিনা বলা যাচ্ছে না। এখন জোয়ার, ভাটা না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না, বাঁধ মেরামতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব বলে জানান নির্বাহী প্রকৌশলী।
Comments are closed.