February 14, 2025, 4:58 am
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ৯৯৯-এ ফোন পেয়ে ঝুমা আক্তার (৩৫) নামে ওই নারীর উদ্ধার করা হয়।পুলিশ বলছে, তাদের ধারণা- ঘরে খাটের নিচে ৮-১০ দিন ধরে লাশটি পড়ে ছিল। ওই ঘরে তার মা ও বোন থাকলেও তারা দুজন পুলিশকে কিছু জানাননি। এই কয়েকদিন ধরে তারা ঘরেই ছিলেন, রান্নাবান্না করে খেয়েছেন। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঝুমা ওই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আব্দুল আহাদ তালুকদারের বড় মেয়ে।জানা গেছে, আজ স্থানীয়রা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে ৯৯৯ ফোন দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে ঘরের তালা খুলে খাটের নিচে ঝুমার অর্ধগলিত লাশ পায়। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ জানান, ওই নারীর মুখমণ্ডল আগুন বা এসিডে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, মৃত্যুর আসল কারণ এখনো জানা যায়নি। তার মা-বোনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, দ্রুতই এর রহস্য উদ্ঘাটন করা যাবে।
Comments are closed.