December 10, 2023, 6:59 am

শিরোনাম:
বাঁশদহা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত প্রেসে বিজ্ঞপ্তি বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান আহ্বায়ক হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাবের দায়িত্বভার গ্রহণ। বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সাত জয়িতাকে সম্মাননা প্রদান আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবে বার্ষিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ কর্মসূচি পালন। কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত খুলনা সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৬৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে টানা ১০ দিন ধরে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটলো। এ নিয়ে করোনায় দেশে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৩৯২ জনের। দেশে করোনা সংক্রমণের ৪৮৬তম দিনে আজ মঙ্গলবার (৬ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬শ ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা। এতে ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩১ দশমিক চার ছয়। এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪শ’ ৩৩ জন। মোট সুস্থ ৮ লাখ ৪৪ হাজার ৫শ ১৫ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক তিন নয় শতাংশ।

গত ২৪ ঘণ্টায় অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এরপরই আছে ঢাকা বিভাগ, এখানে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চট্টগ্রাম ও রাজশাহীতে ২৪ জন করে, রংপুর ১১, বরিশালে ৬, ময়মনসিংহে ৫ এবং সিলেটে দুইজনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ হার ও মৃতের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে আবরো দেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited