February 14, 2025, 5:48 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্য, খবর শুনে প্রাণ গেল গৃহকর্তার

গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্য, খবর শুনে প্রাণ গেল গৃহকর্তার

সাতক্ষীরার শ্যামনগরে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। এ খবর শুনে গৃহকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। গাছ থেকে পড়ে নিহত শ্রমিকের নাম মোঃ জামির হোসেন ওরফে ধোনা (৫৪)। তিনি সাতক্ষীরা শ্যামনগর সদরের মাহমুদপুর গ্রামের মৃত জহির উদ্দিন গাজীর ছেলে। স্থানীয় সাইফুল ইসলাম জানান, সকালে মোঃ জামির হোসেন ওরফে ধোনা (৫৪) গোপালপুর এলাকার অশোক চক্রবর্তীর একটি শিশুফুল গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর এই খবর শোনার কয়েকঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহকর্তা অশোক চক্রবর্তী।

পারিবারিক সূত্র জানিয়েছে, অশোক চক্রবর্তী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com