February 14, 2025, 4:18 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
গাবুরায় ব্রীজের বেহালদশা: সংস্কারের দাবি

গাবুরায় ব্রীজের বেহালদশা: সংস্কারের দাবি

সুন্দরবনের কোল ঘেষে, খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত শ্যামনগর উপজেলার উপকুলীয় জনপদ দ্বীপ ইউনিয়ন গাবুরার ৬ ও ৯নং ওয়ার্ডের ৯ ও ১০নং সোরা নামক খালের উপর নির্মিত ব্রীজটির অবস্থা জরাজীর্ণ, নিরব ভূমিকা পালন করছে কর্তৃপক্ষ, সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার না করা হলে ভেঙে পড়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সংগঠিত হওয়ার আশংকা রয়েছে। আতংকিত অবস্থায় পার হতে হচ্ছে ব্রিজটি। স্থানীয়রা জানান, বহুবছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে ব্রিজটি কিন্তু দেখার কেউ নাই। শুধু তাই নয়, এই ব্রিজ দিয়ে অনেক জনপ্রতিনিধিরাও যাতায়াত করেন কিন্তু দেখেও না দেখার ভান করে চলে যান। জানা যায়, গাবুরার চাঁদনীমুখা, নাপিতখালী, পার্শ্বেমারী, লক্ষীখালীহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের অধিকাংশ মানুষ যাতায়াতের জন্য এই ৯ ও ১০নং সোরা নামক খালের ব্রীজটি ব্যবহার করেন। ব্রিজটির এমন জরাজীর্ণ অবস্থায় বেশি বিপাকে আছে স্থানীয় মোটরসাইকেল চালকরাও যাত্রী নিয়ে অনেক ঝুকিপূর্ণভাবে পার হতে হয় ব্রিজটি। এ বিষয়ে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাসুদুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, ব্রীজের কাজটি দ্রুত সংস্কারের জন্য প্রস্তুতি চলছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com