December 2, 2023, 4:51 am

গোল্ড মনির সহযোগী আশরাফুল পরিচয় গোপন করে চালাচ্ছে রমরমা মাদক ব্যবসা

গোল্ড মনির সহযোগী আশরাফুল পরিচয় গোপন করে চালাচ্ছে রমরমা মাদক ব্যবসা

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা শহরের লস্কার পাড়া লতিফ সরদারের ছেলে আশরাফুল চোরাকারবারি ও মাদক ব্যবসা হলো তার নেশা। বিভিন্ন সময় পুলিশের হাতে ধরা খেয়ে একাধিক মামলার আসামি হলেও তার নেশা থেকে এক পাও কিছু হাটেনি এই আশরাফুল। আশরাফুলের খুটির জোর কোথায়? তথ্য ও অনুসন্ধানে জানা যায় লস্কর পাড়ার একই গ্রামের শীর্ষ চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী গোল্ড মনির সহযোগী আশরাফুল পরিচয় গোপন করে চালাচ্ছে রমরমা মাদক ব্যবসা। কিছুদিন আগে পুলিশ মাদকসহ তাকে আটক করে তারপর জামিনে বেরিয়ে আবারও একই কাজে লিপ্ত হয় আশরাফুল। কেউ কিছু বলতে গেলে আশরাফুল বলেন আমার হাত অনেক উপরে আমার হাত অনেক লম্বা প্রশাসন থেকে শুরু করে চেয়ারম্যান এমপি পর্যন্ত আমরা হত্যা দিয়ে থাকি । সম্প্রীতি তার ফেসবুক আইডিতে ও দেখা যায় গোল্ড মনির ভাই বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহিনের সাথে ছবি পোস্ট করতে এবং বিএনপি’র অনেক প্রোগ্রামের সাথেও তাকে দেখা যায় এলাকার সাধারণ মানুষ প্রশাসনের কাছে আশরাফুলকে তদন্ত করে আইনের আওতায় আনার জোর দাবি করেন ।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited