December 10, 2023, 7:10 am

শিরোনাম:
বাঁশদহা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত প্রেসে বিজ্ঞপ্তি বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান আহ্বায়ক হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাবের দায়িত্বভার গ্রহণ। বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সাত জয়িতাকে সম্মাননা প্রদান আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবে বার্ষিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ কর্মসূচি পালন। কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত খুলনা সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত
চাম্পাফুল আপ্রচ বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের তদন্ত সম্পন্ন

চাম্পাফুল আপ্রচ বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের তদন্ত সম্পন্ন

চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম অবশেষে কারণ দর্শানো নোটিশে সাড়া দিলেন। সাময়িক বরখাস্ত হওয়া এই শিক্ষক বিদ্যাপীঠের দায়িত্ব পালনকালে ধরাকে সরাজ্ঞান করে ২৮টি দোকানের ভাড়ার টাকাসহ বিভিন্ন আয়ের কোনো হদিস দেখাতে পারেননি। সোমবার (২০ নভেম্বর ) বিকালে তার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে। বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়লের উপস্থিতিতে কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দিয়েছেন পৃথক তিনবার নোটিশ পাওয়ার পরে। জানাগেছে, বিদ্যালয়ের নীতিমালা পরিপন্থী বিভিন্ন কার্যাবলী (আর্থিক ও প্রশাসনিক), ন্যস্ত দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা, ব্যর্থতা, অবাধ্যতা এবং ম্যানেজিং কমিটিকে চরমভাবে অবমাননা করার কারণে ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালা -২০০৯ এর ৪৬ ধারার ৬ এর উপধারা অনুযায়ী সোমবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির ১২ তম সভায় সর্ব সম্মতিক্রমে বিতর্কিত প্রধান শিক্ষক আব্দুল হাকিমকে সাময়িক বরখাস্তাদেশের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান শিক্ষক আব্দুল হাকিম এর বিরুদ্ধে সুনির্দিষ্ট ডজন ডজন অভিযোগ রয়েছে। বিদ্যাপীঠের তিন সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটির নির্বাচিত অভিভাবক সদস্য আজগর হোসেন গাইন ও মিজানুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি ফারুক হোসেন জানান, বরখাস্ত হওয়া প্রধান শিক্ষককে একাধিকবার নোটিশ দেওয়ার পরে সোমবা বিকালে লিখিত জবাব দাখিল করে তড়িঘড়ি চলে গেছেন। তবে চাহিত বিষয়াদি উপেক্ষা করে অনেকটা যোগাখিচুড়ি গোচের জবাব দিয়েছেন যারমধ্যে আয় ও ব্যায়ের চরম অসংগতি বিদ্যমান। তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর ফিরিস্তি, এমনটা জানালেন তদন্ত কমিটির সদস্যরা।


Comments are closed.

© সাতক্ষীরা প্রবাহ
Design & Developed BY CodesHost Limited