February 14, 2025, 4:46 am
প্রাইভেট পড়াতে যেয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লুৎফর রহমান নামের এক শিক্ষককে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। সোমবার রাতে শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা গ্রামের তার নিজ বাড়ি থেকে উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন তাকে আটক করে। আটক হওয়া লুৎফর রহমান উপজেলার কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এর আগে সোমবার সন্ধ্যায় ধর্ষণ চেষ্টার শিকার ঐ ছাত্রীর পিতা ব্যবসায়ী নাজমুস শাহাদাৎ বাদি হয়ে গৃহশিক্ষক লুৎফর রহমানের বিরুদ্ধে ১৪ নং মামলাটি করেন। মামলার বাদি উপজেলার কাঁচড়াহাটি গ্রামের নাজমুস শাহাদাৎ পলাশ জানান লুৎফর রহমান দীর্ঘদিন ধরে তার মেয়ের গৃহশিক্ষক হিসেবে কর্মরত। সোমবার সন্ধ্যায় পড়ানোর এক পর্যায়ে ঐ শিক্ষক তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে দৌড়ে কক্ষ থেকে বের হয়ে যেয়ে সে ডাক-চিৎকার করে। এসময় লুৎফর রহমান নিজের সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে গেলে রাতে তারা শ্যামনগর থানায় মামলা করেন। অভিযুক্ত শিক্ষকের স্ত্রী জেবুন্নাহার দাবি করেন ধর্ষণেল চেষ্টার অভিযোগ সত্য না। বরং ব্যবসায় বিনিয়োগকৃত টাকা ফেরত চাওয়ায় তার স্বামীকে ফঁসাতে ষড়যন্ত্র করা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান ভুক্তোভোগী ছাত্রীর পিতার দায়ের করা মামরায় রাতে আটকের পর লুৎফর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
Comments are closed.