September 7, 2024, 11:47 am
জ্বালানি সংকটের প্রভাবে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। যার ফলে ইতোমধ্যে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং করার ঘোষণা দিয়েছে সরকার। জ্বালানি সংকটের তীব্রতা কাটিয়া না উঠা পর্যন্ত এমন ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে। বর্তমানে নির্ধারিত সময় সূচিতে চলমান রয়েছে লোডশেডিং। তবে গতকাল ২২ জুলাই (শুক্রবার) ছুটির দিন থাকায় সাতক্ষীরার তালা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিলো। অধিকাংশ শিল্প-কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ থাকায় সকাল থেকে কোন লোডশেডিং দেখা যায় নি।
উপজেলার শাহাজাতপুর গ্রামের মো. রেজাউল ইসলাম (রেজা) বলেন, ‘শুক্রবার প্রায় সারাদিন বিদ্যুৎ ছিলো। তবে লোডশেডিং আগের মতো অল্প সময়ের জন্য হয়েছিলো। জুম্মার দিন থাকায় ধর্মপ্রাণ মুসলমানেরা শান্তিতে নামাজ আদায় করতে পেরেছে।’
তালা সদর ইউনিয়নের মো. শাহাবুদ্দিন সরদার বলেন, ‘বিদ্যুৎ সংকটের পর থেকে অন্যদিনের তুলনায় শুক্রবার বিদ্যুৎ বেশ ভালোই ছিল। তীব্র গরমে পরিবারের শিশুদের নিয়ে একটু শান্তি পেয়েছিলাম।’
সাতক্ষীরা পল্লী বিদ্যুতের তালা সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) লিটন চন্দ্র দে জানান, ‘শুক্রবার জুম্মার দিন এবং সবকিছু বন্ধ থাকায় সকাল থেকে কোন লোডশেডিং ছিলো না। সবাই ঠিকমতো বিদ্যুৎ পেয়েছে। চলমান বৈশ্বিক এ সংকটে বিদ্যুৎ সাশ্রয়ের কোন বিকল্প নেই। এসময় তিনি সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে অনুরোধ করেন এবং লোডশেডিং ধৈর্য সহকারে মোকাবেলার আহ্বান জানান।’
Comments are closed.