September 10, 2024, 11:21 am
কলারোয়ায় জরাজীর্ণ রাস্তার সংস্কারে নেমেছেন স্থানীয় জনসাধারণ। উপজেলার দেয়াড়া গ্রামের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেনের বাড়ীর মোড় হতে কর্মকার পাড়া অভিমুখে চলাচলের অযোগ্য হয়ে যাওয়া রাস্তাটি স্থানীয় কিছু ব্যক্তির অর্থায়নে সংস্কার করা হচ্ছে। এলাকাবাসী জানান, প্রায় পনের বছর আগে এই রাস্তাটি ইটের সলিং করা হয়েছিল। গ্রামের এই রাস্তাটি জনসাধারণের চলাচলের খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই রাস্তা দিয়ে শিক্ষার্থীরা স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসায় যাতায়াত করে। কিন্তু রাস্তার অবস্থা এতই খারাপ যে, সেখানে যাতায়াত করতে যেয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। রাস্তার ধারে পুকুর থাকায় বৃষ্টির পানিতে মাটি সরে যেয়ে রাস্তা পুকুরের ভেতর চলে গেছে। ফলে এলাকার মানুষ নানা সমস্যায় পড়েন। এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় এলাকার মানুষের মুখে স্বস্তির নি:শ্বাস ফিরে এসেছে। রাস্তাটি সংস্কার হলে সহজেই মটরসাইকেল, ভ্যান, সাইকেল ও ছোট ছোট যানবাহন চলাচল করতে পারবে। তবে সরকারি উদ্যোগে রাস্তাটি পাকাকরণ করার জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।
Comments are closed.